ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীকে হারিয়ে চিটাগং কিংসের বড় জয়

রাজশাহীকে হারিয়ে চিটাগং কিংসের বড় জয়

চলমান বিপিএলে ঘরের মাঠে প্রথম ম্যাচে জয় পেলেও পরের দুই ম্যাচে হারতে হয়েছে চিটাগং কিংসকে। তবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দিয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিকরা। রাজশাহীর বিপক্ষে আজ ১১১ রানের বড় ব্যবধানে জিতেছে চিটাগং কিংস।

আগে ব্যাট করতে নেমে রাজশাহীকে ১৯২ রানের লক্ষ্য দিয়েছিল চিটাগং কিংস। ৪ বল হাতে থাকতেই ৮০ রানে অলআউট হয় রাজশাহী। এতে ১১১ রানের বড় জয় পায় চিটাগং।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রাজশাহী। ২ বলে ৪ রান করে ইনিংসের ষষ্ঠ বলে সাজঘরে ফেরেন। ৭ বলে ৯ রান করে তাকে সঙ্গে দেন মোহাম্মদ হারিস। তিনে ব্যাট করতে নেমে এনামুল লড়াই করার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফেরেন ইয়াসির আলী (৫) এবং আকবর আলী (১০)।

সতীর্থদের আশা যাওয়ার মিছিলে নিজে ধরে রাখতে পারেনি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয়। ২১ বলে ২১ রান করে ক্যাচ আউট হন তিনি। এরপর মার্ক দয়াল (৬), সানজামুল হক (৭), তাসকিন আহমেদ (৩) এবং মোহর শেখ ১ রানে আউট হলে ৩৪ বল হাতে থাকতেই ৮০ রানে অলআউট হয় রাজশাহী। এতে ১১১ রানের বড় জয় পায় চিটাগং কিংস।

আবা/এসআর/২৪

রাজশাহী,চিটাগং কিংস,জয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত