বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধন নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল আলোচনা। গঠনতন্ত্র সংশোধন করার জন্য নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে একটি কমিটিও করা হয়েছিল। নাজমুল আবেদিনের নেতৃত্বাধীন কমিটি গঠনতন্ত্র সংশোধন করা নিয়ে একটি প্রস্তাবও তৈরি করেছিল। ঢাকার ক্লাব ক্রিকেট থেকে পরিচালক সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেন তারা। এর প্রতিবাদে ঢাকার ক্লাবগুলো লিগ বর্জনের ঘোষণা দেয়। তারই ধারাবাহিকতায় এবার সেই কমিটি স্থগিত ঘোষণা করেছে বিসিবি।
আজ (শনিবার) বোর্ড সভায় বসেছিল বিসিবি। যেখানে গঠনতন্ত্র সংশোধন কমিটি নিয়েও আলোচনা হয়েছে। এ নিয়ে পরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং মাহবুব আনাম। সেখানে ফাহিমের নেতৃত্বে গঠনতন্ত্র কমিটি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানিয়েছেন।
এদিকে কমিটি স্থগিত করার বিষয়ে আজ বিসিবির সভার পর মিরপুরে বোর্ড পরিচালক মাহবুব আনাম বলেন, ‘আপনারা জানেন, গঠনতন্ত্রের জন্য কমিটি গঠন করা হয়েছিল। আজকে বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রম এখন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই কমিটি পরিবর্তন বা পরিবর্ধন করা হবে। তাদের কাজের পরিধি ও টার্মস অব রেফারেন্স তৈরি করার পরই বাকি কার্যক্রম হবে। ’
বিসিবি পরিচালক সংখ্যা সর্বমোট ২৫ জন। এর মধ্যে ১২ জনই আসেন ঢাকার ক্লাব ক্রিকেট থেকে। এই সংখ্যা কমিয়ে ৪ জনে আনার প্রস্তাব করা হয়েছে এমন কথা বাইরে আসার পরই প্রতিবাদ করেন ঢাকার ক্লাব ক্রিকেটের কর্তারা। এরই ধারাবাহিকতায় ২০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখনো শুরু হয়নি প্রথম বিভাগ ক্রিকেট লিগ।
এ বিষয়ে মাহবুব আনাম বলেন, ‘প্রথমত একটা কথা বলি যে, উনারা কোনো পরিবর্তন বোর্ড সভাপতির কাছে বা বোর্ডের কারও কাছে জমা দেননি। এবং এটাও নিশ্চিত করেছেন এনএসসির কাছেও কোনো কিছু জমা দেওয়া হয়নি। এটাও আলাপ এসেছে, যে পরিবর্তনটি বাইরে অনেকে বলেছেন, তার অনেক কিছুই সঠিক নয়।’
আবা/এসআর/২৪