লা লিগায় টানা চার ম্যাচ হারার পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৭-১ গোলের বিধ্বংসী এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ম্যাচের নায়ক ছিলেন তরুণ খেলোয়াড় ফার্মিন লোপেজ, যিনি দুই গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন।
রোববার (২৬ জানুয়ারি) ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সেলানা।
ম্যাচের তৃতীয় মিনিটেই ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং লামিন ইয়ামালের ক্রস থেকে বলটি দারুণভাবে জালে পাঠিয়ে বার্সেলোনাকে এগিয়ে নেন। পরে ডি ইয়ংয়ের পাস থেকেই আলেহান্দ্রো বালদে ফেরান তোরেসকে অ্যাসিস্ট করেন, যিনি দ্বিতীয় গোলটি করেন।
রাফিনিয়া ১৫ মিনিটের আগেই তৃতীয় গোলটি করেন। ভ্যালেন্সিয়া গোলরক্ষক জর্জি মামারদাশভিলির ভুল কাজে লাগিয়ে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান।
ফার্মিন লোপেজ ২৪ মিনিটে দলের চতুর্থ গোল করেন এবং প্রথমার্ধেই দূরপাল্লার একটি শটে পঞ্চম গোলটি যোগ করেন।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৯তম মিনিটে ভ্যালেন্সিয়ার হয়ে এক গোল শোধ করেন হুগো দুরো। দিয়েগো লোপেসের ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন দুরো। ৬৬তম মিনিটে আবারও পাঁচ গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। লোপেসের কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন লেভানডোভস্কি।
৭৫তম মিনিটে তোরেসের শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক। কিন্তু বিপদ কাটেনি পুরোপুরি। ফিরতি বলে বার্সেলোনা ফরোয়ার্ডের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন সিজার টারেগা। শেষ পর্যন্ত ৭-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
আবা/এসআর/২৫