আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। ‘এ’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার (আজ) শক্তিশালী ভারতের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। পরিসংখ্যানে ভারতের চেয়ে বহু পিছিয়ে থাকলেও জয়ের স্বপ্ন দেখছেন টাইগার ক্যাপ্টেন শান্ত।
ওয়ানডে ক্রিকেট র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান শীর্ষে, অপরদিকে বাংলাদেশ রয়েছে নবম স্থানে। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ছিল এই ভারতই।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, শুবমান গিল, রিসাভ পন্তদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ ভারতের বিশ্বসেরা। অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা আর হার্দিক পান্ডিয়া তো রয়েছেনই। আর বোলিং ডিপার্টমেন্টে আর্শদীপ সিং, মোহাম্মদ শামি আর কুলদীপ যাদবদের নিয়ে গড়া দলটি অবশ্যই সেরাদের মধ্যেই থাকবে। তবে ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার জসপ্রিত বুমরাহ।
এদিকে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটার তামিম ইকবাল সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও নেই দলে। রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর সাকিব দেশে ফিরতে পারছেন না। চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য সাকিব অন্য দুই ফরম্যাট টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিলেও তা অজানাভাবেই নিয়েছেন।
তবে দলে রয়েছেন অভিজ্ঞ দুই ব্যাটার মাহামুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দারুণ ফর্মে রয়েছেন মাহামুদউল্লাহ। সর্বশেষ ৪ ওয়ানডেতে টানা চারটি ফিফটির দেখা পেয়েছেন তিনি। মুশফিকও খেলছেন এবারের টুর্নামেন্টে। বলতে গেলে এই দুই ব্যাটারের ওয়ানডে ক্রিকেটের শেষ টুর্নামেন্টও হতে পারে। এ ছাড়া দলে আরও রয়েছেন সৌম্য সরকার, শান্ত, তাওহীদ হৃদয়রা। বোলিংয়ে পেস অ্যাটাকে দুই অভিজ্ঞ তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান তো রয়েছেনই। স্পিনে রিয়াশাদ ও মেহেদী হাসান মিরাজ থাকবেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেটি ২০১৭ সালে টুর্নামেন্টের সেমিফাইনালে। সেই ম্যাচে ভারতের বিপক্ষে ২৬৪ রান করেও ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। পরিসংখ্যান যাই হোক, বরাবরের মতো আজও বাংলাদেশ আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই খেলতে নামবে, এতে কোনো সন্দেহ নেই।