এখনও বিপিএলের ‘পুরো পারিশ্রমিক পাননি’ শরিফুল-ইমনরা
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ২০:৪১ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শেষ হয়েছে এক মাসেরও বেশি সময় আগে। তবে এখনও ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুর নাটকীয়তা শেষ হয়নি। টুর্নামেন্টজুড়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের চুক্তির টাকা দেওয়া নিয়ে বিতর্কের জন্ম দিয়েছিল। বিপিএল শেষেও শোনা যাচ্ছে পারিশ্রমিক বকেয়া রাখা কথা। সর্বশেষ আসরের রানারআপ চিটাগং কিংসের কয়েকজন ক্রিকেটার এখনও চুক্তির পুরো অর্থ পাননি।
বিপিএল চলাকালেও পারিশ্রমিক না দেওয়ার ঘটনায় শিরোনামে এসেছিল বন্দরনগরীর এই ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে দুর্বার রাজশাহীর নাম উচ্চারিত হয়েছিল নিয়মিত বিরতিতে। চিটাগাং–ও তাদের সঙ্গে যেন সেদিক থেকে প্রতিযোগিতায় নেমেছে। টুর্নামেন্ট শেষ হলেও শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমনসহ অনেককেই এখনও চুক্তিকৃত পারিশ্রমিকের অর্ধেক বা ৫০ শতাংশ টাকাও দেয়নি তারা।
এ প্রসঙ্গে আজ (শুক্রবার) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির বাঁ-হাতি ওপেনার ইমন বলেন, ‘৫০ শতাংশ পেয়েছি, বাকিটা এখনও পাইনি। দেবে দেবে বলতেছে, কিন্তু আমরা এখনও পাচ্ছি না। আমি, শরিফুল, আসলে সব খেলোয়াড়ই... যা পেয়েছি বিপিএল চলাকালীনই পেয়েছি।
পারিশ্রমিক না বকেয়া থাকার মতো বিষয় নিজেদের পারফরম্যান্সেও প্রভাব ফেলে বলেও দাবি ইমনের, ‘আসলে সবসময় আমাদের মনোযোগ থাকে পারফরম্যান্সের দিকে। আমাদের পরিকল্পনা থাকে আরও কীভাবে ভালো পারফর্ম করব। আমাদের তখন যদি চিন্তা করতে হয় পারিশ্রমিক নিয়ে যে কেন পাচ্ছি না। এটা আসলে মনোযোগে ব্যঘাত ঘটায়।’
এর আগে বিপিএল চলাকালেও একবার ইমন পারিশ্রমিক না পাওয়ায় দলের ক্যাম্পে যোগ দেননি বলে গুঞ্জন ছড়িয়েছিল। পরে দু’পক্ষই অবশ্য সেটি অস্বীকার করে। তবে চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী সরাসরিই জানিয়েছিলেন ‘তিনি সন্তুষ্ট না হলে টাকা কেন পাবে!’ কেবল ক্রিকেটারই নন, চিটাগাংয়ের বিদেশি হোস্ট ইয়েশা সাগর এবং শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে আসা পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদিও চুক্তির পুরো টাকা পাননি বলে অভিযোগ রয়েছে।