ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

এবার বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলেন সাকিব

এবার বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলেন সাকিব

দীর্ঘদিনের বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে তার বোলিং অ্যাকশন পরীক্ষায় সফলভাবে পাস করেছেন এবং সব ধরনের ক্রিকেটে বোলিং করার জন্য ফের অনুমোদিত হয়েছেন।

এ বিষয়ে বুধবার দিবাগত রাতে সাকিব আল হাসান একটি ইংরেজি দৈনিকের প্রশ্নের জবাবে বলেছেন, ‘খবরটি সঠিক।’

বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ে পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই নেমে আসে নিষেধাজ্ঞা। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময়ে ত্রুটি ধরা পড়ে তার বোলিংয়ে। সেই ত্রুটি সারাতে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে।

লম্বা সময় পর তার সুফলও পেয়েছেন সাকিব। তার টি-টেন লিগের দল বাংলা টাইগার্স এবং ইংল্যান্ডে থাকা বন্ধু খাদেমুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে ইংল্যান্ডেই অবস্থান করছেন সাকিব আল হাসান।

এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে বাঁধা থাকছে না সাকিবের। এমন অবস্থায় আবারও অলরাউন্ডার হিসেবে সব ধরণের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব।

আবা/এসআর/২৫

বোলিং অ্যাকশন,সাকিব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত