মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। টস জিতে ম্যাচটিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এই ম্যাচে জয় পেলেই আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ারে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে বাংলাদেশের। তাতে মিলবে বিশ্বকাপের টিকিট। তবে হারলেও টিকে থাকবে আশা, সেক্ষেত্রে অন্য ম্যাচের ফল ও রানরেটের ওপর নির্ভর করতে হবে।
ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিয়েছে ৬টি দল। তাদের মধ্যে ২ দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। এরই মধ্যে ৪ ম্যাচে টানা ৪ জয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। বিশ্বকাপের মূল পর্বের টিকিট বাকি আছে তাই মাত্র একটি। যার জন্য জন্য বাংলাদেশ, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ লড়ছে। যদিও কাগজে কলমে এগিয়ে রয়েছে জ্যোতিরাই। ৪ ম্যাচে বাংলাদেশের ৬ পয়েন্ট, তারা আছে দ্বিতীয় স্থানে।
তার পরেই আছে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আজ বাংলাদেশ জিতলেই সবাইকে ছাড়িয়ে যাবে, এই টুর্নামেন্টে থেকে দ্বিতীয় দল হিসিবে নিশ্চিত হয়ে যাবে ভারতের টিকিট। তবে হেরে গেলে রান রেটের হিসেব কষতে হবে জ্যোতিদের। চলমান টুর্নামেন্টে স্বাগতিক পাকিস্তান দুর্দান্ত ছন্দে থাকলেও এই ফরম্যাটে সবশেষ কয়েক দেখার হিসেবে এগিয়ে রয়েছে বাংলাদেশই।
অধিনায়ক জ্যোতি বলেন, ‘আমরা এই টুর্নামেন্টে প্রথম তিন ম্যাচে ভালো খেলেছি, সেই ধারাবাহিকতাই শেষ ম্যাচে (পাকিস্তানের বিপক্ষে) টানতে চাইবো অবশ্যই। তার আগে আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। তবে এটা একটা দিন, মানসিকভাবে আমরা চাইলেও অনেক কিছু পরিবর্তন করতে পারব না। তবে আমরা যা করতে পারব সেটা হলো মাঠে শক্তিশালী রূপে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারি পাশাপাশি নিজেদের ওপর ভরসা রাখতে হবে যে আমরা শেষ কয়েক ম্যাচে যা করেছি এই ম্যাচেও সেটা করতে পারব।’
আবা/এসআর/২৫