ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গুনে গুনে ৭ গোল দিল লিভারপুল

গুনে গুনে ৭ গোল দিল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে লিভারপুল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শনিবার ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। এই জয়ে টেবলের দ্বিতীয় স্থানে থাকা এভারটনের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫-এ নিয়ে গেল ইয়ুর্গেন ক্লপের দল।

১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এভারটন।

ক্রিস্টালের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে লিভারপুল প্রথমার্ধে ৩ ও দ্বিতীয়ার্ধে ৪ গোল করে। দুটি করে গোল করেন রবার্তো ফিরমিনো এবং মোহামেদ সালাহ। একটি করে গোল করেছেন তাকুমি মিনামিনো, সাদিও মানে ও হেন্ডারসন।

৩ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন তাকুমি মিনামিনো। ৩৫ মিনিটের মাথায় নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন মানে। প্রথমার্ধের একেবারে শেষদিকে গোল করেন ফিরমিনো।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে লিভারপুলের হয়ে ব্যবধান ৪-০ করেন জর্ডান হেন্ডারসন। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফিরমিনো। লিভারপুলের শেষ দুটি গোল সালাহর। তাতে ৭-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

এই জয়ে দারুণ রেকর্ডও হয়েছে লিভারপুলের। ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রতিপক্ষের মাঠে এত বড় ব্যবধানে কখনো জয় পায়নি লিভারপুল। অন্যদিকে ঘরের মাঠে এই প্রথম সাত গোল হজম করল ক্রিস্টাল প্যালেস।

লিভারপুল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত